Logo

আন্তর্জাতিক    >>   মার্কিন কংগ্রেস সদস্য ম্যাট গেটজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মার্কিন কংগ্রেস সদস্য ম্যাট গেটজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মার্কিন কংগ্রেস সদস্য ম্যাট গেটজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ম্যাট গেটজের বিরুদ্ধে যৌন সম্পর্ক, মাদকাসক্তি এবং দুর্নীতির মতো একাধিক গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের আচরণ পর্যবেক্ষণকারী হাউজ এথিক্স কমিটির প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

২০২১ সাল থেকে ম্যাট গেটজের বিরুদ্ধে তদন্ত শুরু করে হাউজ এথিক্স কমিটি। দীর্ঘ তদন্তের পর সোমবার (২৩ ডিসেম্বর) ৩৭ পাতার একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দায়িত্বে থাকার সময় গেটজ যৌন সম্পর্ক ও অবৈধ মাদকের জন্য ১২ জন নারীকে ৯০ হাজারের বেশি ডলার দিয়েছেন।

তদন্তে জানা গেছে, ২০১৭ সালে অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন গেটজ। এছাড়া দায়িত্ব পালনকালে মাদকাসক্তি এবং যৌন সম্পর্কের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করেন তিনি।

ম্যাট গেটজ ছিলেন ফ্লোরিডার একজন কংগ্রেস সদস্য। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মন্ত্রী পরিষদে অ্যাটর্নি জেনারেলের পদে তাকে মনোনীত করেন। কিন্তু তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং মাদকাসক্তির অভিযোগের কারণে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে গেটজ নিজের নাম প্রত্যাহার করে নেন।

তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, গেটজ তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ কাজ করেছেন। যৌনতা ও মাদকের পেছনে অর্থ খরচের প্রমাণ ছাড়াও আরও কিছু গুরুতর অভিযোগের তথ্য উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদনটি প্রকাশের আগে গেটজ এথিক্স কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার দাবি, এই প্রতিবেদন প্রকাশ হলে তার সুনাম এবং পেশাগত জীবনে অপূরণীয় ক্ষতি হবে। তিনি এই প্রতিবেদনের তথ্যকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তবে হাউজ এথিক্স কমিটির বক্তব্য, তদন্তের প্রমাণ যথেষ্ট স্পষ্ট এবং সুনির্দিষ্ট। কমিটি জানিয়েছে, এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তারা আইনের শাসন নিশ্চিত করতে চায়।

এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। গেটজের সমর্থকরা এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, বিরোধীরা তার শাস্তির দাবি জানাচ্ছেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গেটজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার রাজনৈতিক জীবনের ওপর গভীর প্রভাব পড়তে পারে। পাশাপাশি এ ঘটনা মার্কিন প্রশাসনের স্বচ্ছতার বিষয়ে নতুন প্রশ্ন তুলবে।

গুরুতর এসব অভিযোগ নিয়ে গেটজের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert